রিপোর্টারঃ শরিফ তারিকুল ইসলাম(সবুজ),বিশেষ প্রতিনিধি
নাগরপুরে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে “এস.বি. লিংক” নামের কোনো বাস পাকুটিয়া রুটে চলবে না।ইউএনও’র সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষার্থী,পরিবহন শ্রমিকসহ বিভিন্ন মহলের উপস্থিতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।ইউএনওয়ের বক্তব্য অনুযায়ী,নিচের শর্তসমূহ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নতুন বাস নাগরপুর রাস্তায় চলতে দেয়া হবে না, না হলে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
মিটিংয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ (সংক্ষেপে)
এস.বি. লিংক নামের কোনো বাস নাগরপুর (পাকুটিয়া রুটে) চলবে না।
নতুন বাস চলতে চাইলে নিম্নোক্ত শর্তগুলো বাধ্যতামূলক:
1. নতুন যে বাস চালু হবে তার সকল প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারের ডেটা (ড্রাইভিং লাইসেন্স, এনআইডি ইত্যাদি) ভেরিফিকেশনের জন্য জমা দিতে হবে।
2. ফিটনেসবিহীন বাস যাত্রী পরিবহনে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
3. নাগরপুর রুটে চলার জন্য নির্বাচিত গাড়িগুলোর ড্রাইভারের ডোপ টেস্ট নিশ্চিত করতে হবে।
4. চালক ছাড়া অন্য কেউ গাড়ি চালাতে পারবে না,এ বিষয়ে কড়া তদারকি থাকবে।
5. প্রতিটি গাড়িতে সিসিটিভি/আইপি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হবে।
6. গাড়ির চালক,হেল্পার ও গাড়ির ডিটেইলস প্রিন্ট করে গাড়ির ভেতরে প্রদর্শন করা বাধ্যতামূলক।
ইউএনও বলেন,আমি কথা দিচ্ছি এই প্রতিটা বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো বাস নাগরপুরের রাস্তায় চলবে না। অন্যথায় আমরা সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো।
স্থানীয়রা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন,রুটে নিরাপত্তা বাড়লে যাত্রীদের শান্তি ও সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে।প্রশাসন দ্রুতভাবে উপরের শর্তগুলো বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।