রিপোর্টারঃ মোসাঃ সাথী বেগম
নড়াইল জেলা লোহাগড়া উপজেলার,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ০৮নং দিঘলিয়া ইউনিয়ন শাখা সভাপতি ডাঃ মোঃ এনামুল হক,দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের কার্যালয়ে ১০নং কোটাকোল ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিচুর রহমান বিশ্বাস নিজ হাতে কাঠদ্বারা তৈরি করা ধানেরশীষ প্রতিক তুলে দিলেন।আজ ২০/১০/২৫ইং রোজ সোমবার বেলা ২টার সময় অফিসে এসে আনিচুর বিশ্বাস,শ্রমিকদলের সভাপতির হাতে তুলে দিলেন।
এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের নেতাকর্মীগন।
মোঃ আনিচুর রহমান বিশ্বাস তিনি দীর্ঘ ৩বছর অথাৎ ২১ সালের জানুয়ারি মাস থেকে ধানেরশীষ প্রতিক কাঠদ্বারা তৈরি করতে শুরু করেন,তবে সময় লেগেছে ৩বছর আর ৩বছরের ভিতর ৫টি ধানের শীষ প্রতিক তৈরি করেন।
মোঃ আনিচুর রহমান বিশ্বাস বিএনপি দলকে ভালোবেসে তৈরি করেন প্রতিক,কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের বাসিন্দা,বিগত অবৈধ সরকারের আমলে তিনি বাড়ির থেকে বের হয়ে যান,পরিবার সহ নিয়ে আত্মগোপনে থাকতেন।বাড়ি ভাংচুর করেছে এবং মুদি দোকানের মালামাল জোর করে আঃলীগের নেতাকর্মী নিয়ে চলে যায়।সর্বশান্ত হয়ে যান আনিচুর বিশ্বাস,নড়াইল জেলায় থাকার জায়গা না পেয়ে অবশেষে কুমিল্লাতে অবস্থা নেন।
দলের লোক দলে টানে কথাটি সত্য,কুমিল্লাতে অবস্থানের পর বিএনপির মেয়র সাক্কু সাহেবের সাথে পরিচয় হয় এবং তার আশ্রয় থাকতে শুরু করেন।অবৈধ সরকার দেশ থেকে চলে যাওয়ার পর মোঃ আনিচুর রহমান বিশ্বাস তার নিজ গ্রামে ফিরিয়ে আসেন,তবে বিএনপির মধ্যে কন্দোল শুরু হয়,বিএনপি একনেতা আগামীদিনে ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার আশায় আঃলীগের লোকজন নিয়ে চলাচল করেন এমনকি বিগত দিনের পলাতক বিএনপির লোকজন বাড়ি ছাড়া হয়েছিলো তারা এখন নিজ বাড়িতে উঠতে পারি নাই।
নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তার বাড়িতে লোকজন নিয়ে হাতের তৈরি ধানেরশীষ প্রতিক তুলে দেন মোঃ আনিচুর রহমান বিশ্বাস।
জেলা বিএনপির সভাপতির হাত ধরে ঢাকা বিএনপির কার্যালয় (পল্টন অফিস)সবচেয়ে বড় ধানেরশীষ প্রতিকটি বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্যারের অফিসে উপহার দিয়ে আসেন।তবে অফিসে মহসচিব উপস্থিত ছিলেন না,অফিস পরিচালনাকারী একজন ব্যক্তির নিকট হস্তন্তর করেন।
মোঃ আনিচুর রহমান বিশ্বাস বলেন আমি দীর্ঘদিন ধরে কষ্ট করে দলকে ভালোবেসে ধানেরশীষ প্রতিকটি তৈরি করে বিএনপি অফিসে পৌছাইয়া দিয়েছি কিন্তু একমাস হতে চললো তবুও কোন খোঁজখবর পেলাম না।তিনি বলেন আমার এই ধানেরশীষ আমি ভালোবাসি এবং ভালোবেসে যাবো।
তিনি আরও বলেন আমার দেওয়া ধানেরশীষ প্রতিক মহাসচিব হাতে পেয়েছে কিনা আমি এখন ও জানি না।যদি মহাসচিব হাতে পেয়ে থাকেন তাহলে বিভিন্ন মিডিয়াতে প্রচার হতো।
এছাড়াও ধানেরশীষ প্রতিক তুলে দিয়েছেন লোহাগড়া উপজেলা আহবায়ক মোঃ আকতার হোসেন মোল্যাকে এবং সদস্য সচিব মোঃ সাহিদুর রহমান শহিদ ভাইকে।আমার মনের ইচ্ছা ছিলো তাই আমি নিজ হাতে প্রত্যেক জায়গাতে পৌছাইয়া দিয়েছি।

লোহাগড়া উপজেলার ০৮নং দিঘলিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১নং যুগ্ম সাধারন সম্পাদক(সাবেক),বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল,দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মোঃ এনামুল হক তিনি আনিচুর রহমান বিশ্বাসের নিজ হাতে তৈরি করা ধানেরশীষ প্রতিক পেয়ে তাকে ধন্যবাদ জানান।সেই সাথে তার জন্য শ্রমিকদলের পক্ষ হতে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

শ্রমিকদলের সভাপতি বলেন বিএনপির লোকজন এখনও তার নিজ বাড়িতে যেতে পারে না,এটা লজ্জাজনক,দুঃখজনক,কিছু কিছু বিএনপি দলের কর্মী এখনও আঃলীগের লোকজনদের সাহস দিচ্ছে ও তাদের বিভিন্নভাবে সহযোগীতা করে যাচ্ছে।এসমস্ত ব্যক্তিরদেরকে দল থেকে বহিষ্কার করা উচিত বলে মনে করি।
Leave a Reply