রিপোর্টারঃ মোসাঃ সাথী বেগম
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)নির্বাচনে নির্বাহী সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন আজ ২০অক্টোবর ২৫ইং রোজ সোমবার বেলা ১১টার সময় রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম,তিনি জাতীয় প্রেস ক্লাবে শুভাকাঙ্ক্ষীদের সাথে মনোনয়ন পত্র সংগ্রহের পর একসাথে ছবি তুলেন।
আসছে আগামী নভেম্বর ১৫ তারিখ ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)নির্বাচন।এস এম জহিরুল ইসলাম তিনি সদাআলাপচারী ব্যক্তি,সাংবাদিকদের সুরক্ষার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন,সাংবাদিকতার কলাকৌশল শিখিয়েছেন,আরজেএফ সংগঠনে ১৬হাজারের মতন সাংবাদিকগন যুক্ত রয়েছে,বিভিন্ন সময় সাংবাদিক প্রোগ্রাম করেন,সাংবাদিকগন হয়রানীমূলক বা মিথ্যা হয়রানীর স্বীকার হলে তিনি প্রতিবাদ করে থাকেন।

রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম তিনি দীর্ঘদিন যাবত সাংবাদিকতার সাথে জড়িত রয়েছে,সাংবাদিকতার মাধ্যমে তিনি সাংবাদিকদের সুযোগ,সুবিধা,অসুবিধা,দেখাশুনা করেন এবং তাদের পাশে থাকেন।
নড়াইল জেলা,লোহাগড়া উপজেলা আরজেএফ সভাপতি ডাঃ মোঃ এনামুল হক,সহ সংগঠনের সকল সদস্যগন দোয়া করেন।