রিপোর্টারঃ সাইফুল হাসান,কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে দৈনিক কালবেলা পত্রিকার ৩ বছর পেরিয়ে ৪ তর্থ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম অফিস কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, দৈনিক কালবেলা কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মিলটন খান সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক গনমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি বায়তুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের প্রতিনিধি ইবাদুল রানা, সহ সভাপতি ও চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি রায়হান মুন্সী জসিম,ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক নয়া কন্ঠের পত্রিকার প্রতিনিধি সাইফুল হাসান,
কোষাধ্যক্ষ ও বঙ্গ টিভি প্রতিনিধি ফাহিম হাসান ঊষা, সহ প্রচার সম্পাদক ও দৈনিক নবধারা প্রতিনিধি রাশেদ হাসান, কার্যকরী সদস্য ও দৈনিক জনতার খবর সহ প্রমুখ।
এসময় দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য কামনা করেন এবং একে অপরকে আনন্দ উল্লাসে কেক মুখে তুলে দেন।