1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. wordpresupport@durantotv24.com : admlnlx :
  3. udNHj@pCcYxS.com : BEhQzFHNcv :
  4. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  5. HjEGZ@BQqb.com : oytpdaFZzj :
  6. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  7. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
November 8, 2025, 4:35 am
শিরোনাম :
নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ জনতার এমপি মোস্তাফিজুর রহমানের সাথে সাপাহার উপজেলা বিএনপি’র শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন পেলেন মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম নড়াইল-১  জাহাঙ্গীর আলম,নড়াইল-২ অপেক্ষা ! এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ নড়াইল-২ আসনে মনোনয়ন পাওয়ার হকদার বললেন-ড.ফরিদুজ্জামান ফরহাদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিনাজপুর বিজিবি কর্তৃক ভারতীয় মদ আটক নড়াইল-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অ’ঝোরে কাঁ’দলেন, প্যা’রোলো মু’ক্তি পেয়ে মতিউর রহমান মতি নড়াইল লোহাগড়া থানা কর্তৃক ২শত পিস ইয়াবা দেশব্যাপী সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ৩৯ দফা দাবি

নড়াগাতীতে পারিবারিক কলহে সংঘর্ষে দুইজন গুরুতর আহত, ওসি আশিকুর রহমানের নেতৃত্বে দুইজন গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
  • সময়: Monday, October 13, 2025,
  • 50 Time View

রিপোর্টারঃ নড়াইল প্রতিনিধি


নড়াইল জেলা নড়াগাতী থানার রামপুরা গ্রামে শনিবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে পারিবারিক কলহের জেরে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।এতে দুইজন গুরুত্বর হন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ৬০ বছর বয়সী বাবলু খান তাঁর স্ত্রী মোসাঃ আঞ্জুমান ওরফে পপিকে মারধর করতে গেলে,পপি দৌড়ে প্রতিবেশী লাভলু খান ওরফে লাবুর বাড়িতে আশ্রয় নেন।এসময় বাবলু খানের ছেলে সাজ্জাদুল আলম খান ওরফে বাপ্পি ডাশা (লোহার রড) নিয়ে লাভলু খানকে আঘাত করেন।প্রতিরোধ করতে গিয়ে লাভলু খান হাসুয়া দিয়ে বাবলু খানকে গুরুতর জখম করেন।একই সময়ে তাঁর ছেলে রাব্বি খান ঘটনাস্থলে এসে বাপ্পিকে কোপ দেন,এতে তিনিও গুরুতর আহত হন।

আহতদের প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।বর্তমানে তারা সেখানে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে,সংঘর্ষের পর বাবলু খান ও তাঁর ছেলে বাপ্পি আত্মগোপনে চলে যান।পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে পুঠিমারি গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে তাদের আটক করে এবং বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলামের নির্দেশে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন,এসআই আজিজুর রহমান, পিএসআই ইমরান হোসেন ও এসআই জাহাঙ্গীর আলম অভিযানে অংশ নেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বাঁশের হাতলযুক্ত লোহার সড়কি ও একটি কাঠের হাতলযুক্ত লোহার হাসুয়া উদ্ধার করে।

ওসি আশিকুর রহমান বলেন,পারিবারিক কলহের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় গ্রামবাসীরা জানান,পারিবারিক কলহ থেকেই এ মারামারির সূত্রপাত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host