রিপোর্টারঃ গাজীপুর কালিয়াকোর-
চন্দ্রা ত্রিমুখী এলাকায় প্রতিনিয়ত অটো রিকশা, ইজিবাইক ও বিভিন্ন ছোট যানবাহনের উল্টোপথে চলাচলের কারণে ভয়াবহ যানজট ও দুর্ঘটনা ঘটছে।এ পরিস্থিতি রোধে চন্দরা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল সাহেবের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যরা আজ এক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
প্রেসক্লাবের সদস্যবৃন্দ উল্টোপথে চলাচলকারী চালকদের থামিয়ে তাদের নিয়মিত পথে চলার পরামর্শ দেন এবং সাধারণ যাত্রীদেরও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে আহ্বান জানান।তারা বলেন,অটো রিকশা ও ইজিবাইক চালকরা সামান্য সময় বাঁচাতে উল্টোপথে যানবাহন চালানোর কারণে প্রতিনিয়ত বড় বড় দুর্ঘটনা ঘটছে,যা অনেক সময় প্রাণহানির কারণও হয়ে দাঁড়াচ্ছে।
উল্লেখ্য,গতকাল এক দুঃখজনক দুর্ঘটনায় আহত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও কালিয়াকৈর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ সিকদার।অপ্রশিক্ষিত এক অটোরিকশা চালকের বেপরোয়া চালনার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে চন্দরা প্রেসক্লাব সভাপতি উজ্জ্বল সাহেব ঘোষণা দিয়েছেন,আগামী দিনগুলোতে চন্দ্রা ত্রিমুখী এলাকায় কোনো যানবাহনকে উল্টোপথে চলতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, “সড়ক নিরাপত্তা রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান জরুরি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি চন্দ্রা ও আশপাশের এলাকায় অটো রিকশা ও ইজিবাইকসহ সব যানবাহনের উল্টোপথে চলাচল যেন সম্পূর্ণভাবে বন্ধ করা হয়।
চন্দরা প্রেসক্লাবের সদস্যরা একযোগে অঙ্গীকার করেছেন, নিরাপদ সড়ক গড়তে তারা নিয়মিতভাবে জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাবেন।
Leave a Reply