রিপোর্টারঃ নিজস্ব প্রতিবেদক- রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ)এর উপদেষ্টা পরিষদ,নির্বাচন কমিশন,স্থায়ী পরিষদ ও কার্যকরী পরিষদের সমন্বয়ে যৌথ সভা শনিবার ঢাকা গ্রান্ড তাজ হোটেলে অনুষ্ঠিত হয়।
আরজেএফ এর উপদেষ্টা পরিষদের সদস্য লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট খান চমন-ই এলাহী।আয়োজক কমিটির সদস্য সচিব ও আরজেএফ সাংগঠনিক সম্পাদক মোঃ তাইফুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ এর যুগ্ম মহাসচিব ও আয়োজক কমিটির আহবায়ক চৌধুরী মঞ্জুর রাহী।
আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন আরজেএফ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজল, যুগ্ম মহাসচিব মোঃ রেজাউল ইসলাম,ভারপ্রাপ্ত অর্থ সচিব আনোয়ারা খানম,জন কল্যান সম্পাদক লায়ন মনোয়ারা বেগম সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন,বৃহত্তর ডেমরা থানা আরজেএফ এর সভাপতি মোঃ জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক খান,সাধারণ পরিষদ সদস্য মোস্তফা আল এহজাজ,আয়সা আক্তার স্বর্না,এস এম মাহির আল মাহবুব।সভায় আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।