নিজস্ব প্রতিবেদকঃ নড়াইল জেলা লোহাগড়া উপজেলাধীন ০৮নং দিঘলিয়া ইউনিয়নের ০৮নং লুটিয়া গ্রামের সনাতনধর্মের ৭জন বিএনপিতে যোগদান করেছেন।
এসময় নড়াইল জেলা বিএনপির সাঃসম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম,পৌর বিএনপি সাঃসম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম পলাশ সহ জেলার নেতাকর্মীগন পুজামন্ডপ পরিদর্শন করেন।পরিদর্শন কালিন আঃলীগের সাতজন নেতাকর্মী বিএনপিতে যোগদান করলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লোহাগড়া উপজেলার ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের পূজা মন্দির পরিদর্শন করেন। বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে ইউনিয়ন প্রতিটি
পূজা মন্দির পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সাথে শুভেচ্ছা বিনিময় করেন।অতিথির বক্তব্য বলেন সনাতন ধর্মের উৎসব সুন্দর ও আনন্দময় ভাবে কাটুক এই কথায় বলেন।
দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সহ সভাপতি নাড়ু গোপাল ঘোষ তার নেতৃত্বে যোগদান করলেন নিম্নে তাদের নাম দেওয়া হল..
আঃলীগ থেকে বিএনপিতে যোগদান করলেন,তাদের নাম তালিকাঃ–সুমন ঘোষ,পিতা-হরপদ বাবু ঘোষ।
মিরিন ঘোষ-পিতা পঞ্চানন ঘোষ।শয়ন ঘোষ,পিতা-মিরিন ঘোষ।রতন ঘোষ-পিতা গনপতি ঘোষ।
কালিদাস ঘোষ-পিতা চাঁদ কুমার ঘোষ।
প্রলয় ঘোষ-পিতা ধনুন্নজয় ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাফিজুর রহমান বাল্লোক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকিজ শেখ,সাবেক সভাপতি ডাঃ মোঃ ইউসুফ আলী,উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কামাল মোল্যা,মোয়াজ্জেম শেখ,মোঃ মনা মোল্যা,সহ ইউনিয়নের ৯টি ওয়াড বিএনপির নেতাকর্মী।
এসময় উপস্থিত ছিলেন ০৮নং দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ডাঃ মোঃ এনামুল হক,সিনিঃ সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সহ সভাপতি মোঃ বাবু চৌধুরী,নাড়ু গোপাল ঘোষ,এস এম মঈনুল ইসলাম,শেখ মোঃ রফিকুল ইসলাম, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
Leave a Reply