নিজস্ব প্রতিবেদকঃ গত ১ অক্টোবর বুধবার গাজীপুরের কোনাবাড়ীতে দৈনিক ঘোষণা ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার ও আরজেএফ এর সহ- ত্রান ও পুর্নবাসন সম্পাদক মোহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরজেএফ এর ভাইস চেয়ারম্যান কবি মাহবুব আরা দুলু,যুগ্ম মহাসচিব চৌধুরী মঞ্জুর রাহী ও দৈনিক ঘোষণার গাজীপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক গাজী।
অনুষ্ঠান সঞ্চালনা করেব দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার ও আরজেএফ এর সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন রকি।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন,মোঃ তৌহিদুর রহমান,মোহাম্মদ আল মামুন,মোঃ আলমগীর হোসেন,মোঃ রাসেল প্রধানীয়া,মোঃ শাহিনুর ইসলাম,মোঃ জিল্লুর রহমান,মোঃ আফজাল হোসেন,মোঃ রবিউল ইসলাম,মোঃ দেলোয়ার হোসেন,লায়ন মনোয়ারা বেগম,মোঃ সাগর হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক এস এম জহিরুল ইসলাম তার ৩২ বছরের সাংবাদিকতা জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।এছাড়াও তথ্য অধিকার আইন,বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি,গণমাধ্যম ইনস্টিটিউটসহ সরকারের গণমাধ্যম বিষয়ক সংস্থাগুলোর কার্যক্রম অবহিত করেন।
Leave a Reply