স্টাফ রিপোর্টার-এস আর সাকিল
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ৫০ জন যুব সদস্য নিয়ে যুব ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহযোগিতায় ৩ নং নাচোল ক্লাসটার হাট কাজলা গ্রাম সমিতিতে যুবক ক্যাম্পিং টি অনুষ্ঠিত হয়েছে। ৫০ জন যুব সদস্যদের নিয়ে তাদের বেকারত্ব তা দূর করার জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করা হয়।
ক্যাম্পিংয়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ডিসটিক অফিসার ডিএম জনাব মোঃ মাহবুবুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ডিও মোহাম্মদ মহিবুর রশিদ, ৩নং নাচোল ক্লাস্টারের সিও জনাব মোঃ রেজাউল করিম।
বক্তারা বলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান। এস ডি এফ এর মাধ্যমে গ্রামের বেকারত্ব দূরীকরণ ও দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের আইজিএ বাস্তবায়ন সহ নানা রকম সুযোগ-সুবিধা দেওয়া হয়।
নাচোল উপজেলায় দুইটি ক্লাস্টার মিলে মোট ৫০ টি গ্রামে গ্রাম সমিতি রয়েছে। ৫০ টি গ্রামে দরিদ্র ও অতি দরিদ্র পরিবার নিয়ে কাজ করা হয়। যেখানে বেকার যুবকরা কর্মসংস্থান এর সুযোগ পাবে।
Leave a Reply