নড়াইল ডিবি পুলিশ ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ১জনকে।
ক্রাইম রিপোর্টার
সময়:
Friday, November 22, 2024
131 Time View
ক্রাইম রিপোর্টারঃ-মাদক ব্যবসায়ের সাথে জড়িত সজীব বিশ্বাস(২৪) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।গ্রেফতারকৃত সজীব বিশ্বাস(২৪)নড়াইল জেলার নড়াগাতি থানাধীন মহাজন মালোপাড়া গ্রামের মৃত দিলীপ বিশ্বাসের ছেলে। ২১ নভেম্বর’২৪ নড়াইল জেলার নড়াগাতি থানাধীন ৪নং মাউলী ইউনিয়নের মহাজন বেপারী পাড়া গ্রামস্থ জৈনক মোঃ ইয়াসিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)মোঃ টিটু আলি ও এএসআই(নিঃ)নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সজীব বিশ্বাস(২৪)কে গ্রেফতার করে।এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০(ষাট)পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply