বগুড়ায় ৪লাখ ৫৩হাজার ৫৩৪জন শিশুকে ভিটামিন A প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।ভিটামিন এ খাওয়ান,শিশু মৃত্যুর ঝুঁকি কমান’স্লোগানে সারা দেশের ন্যায় বগুড়ায় ২০শে ফেব্রুয়ারি-২০২৩ইং সোমবার দিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে।১৯ ফেব্রুয়ারি রবিবার দুপুর ২টায় বগুড়া সিভিল সার্জন অফিস সভাকক্ষে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিক ওরিয়েন্টেশনে এ বিষয়ে অবহিত করা হয়।সভায় সিভিল সার্জন ডা: শফিউল আজম বলেন,জাতীয় ভিটামিন ’A’প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬থেকে ১১মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ’A’ক্যাপসুল এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’A’ক্যাপসুল খাওয়ানো হবে।এ জেলায় ৬থেকে ১১মাস বয়সী ৫২হাজার ৪৩৪জন শিশুকে নীল রঙের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ৪লাখ ১ হাজার একশো শিশুকে লাল রঙয়ের ভিটামিন’A’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।তিনি আরও বলেন, মোট ২হাজার ৮শ’ ৫৬টি কেন্দ্রে দু’প্রকারের এই শক্তিশালী ক্যাপসুল খাওয়ানো হবে।এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইনের প্রতি কেন্দ্রে স্বেচ্ছাসেবীসহ মোট তিনজন করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।এসময় ওই সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সামির হোসেন মিশু,ডেপুটি সিভিল সার্জন ডা.শাহনাজ পারভীন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হকসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২