বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বোহাইল ইউনিয়নে দক্ষিণ সংকরপুর ৫৪ ঘাট চরে অবৈধ যাত্রাপালা প্যান্ডেল ভেঙে আগুনে পুড়ে দিয়েছে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর দিক নির্দেশনায়,সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী এর তত্ত্বাবধানে এবং চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদা এর নের্তৃত্বে ১৭ই ডিসেম্বর শনিবার রাতে অফিসার ফোর্স এসআই কাইয়ুম,এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় কনস্টেবল মতিউর রহমান, ইব্রাহীম,রাশেদুল ইসলামকে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ যাত্রাপালা প্যান্ডেল ভেঙে আগুনে পুড়ে দেওয়া হয়েছে।পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বে সেখান থেকে যাত্রাপালার কমিটি সহ সকলে পালিয়ে যায়।নাম না জানাতে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান ১৪ই ডিসেম্বর থেকে যাত্রাপালার প্যান্ডেল সাজানো হয়েছে।একদিনও যাত্রা প্রদর্শন হয়নি।মাইকিং শুনেছি আজকেই যাত্রাপালা শুরু হবে টিকিটের মাধ্যমে।সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল যেকোনো ভাবে পুলিশ আসার খবর পেয়ে সকলে পালিয়ে গিয়েছে।তারা আরও জানান, এখানে মাদারগঞ্জ ও বোহাইলের কিছু প্রভাবশালীরা যাত্রাপালা লাগিয়েছিল।তাদের সাথে আমরা প্রতিবাদ করে পেরে উঠতে পারিনা।পুলিশ যাত্রাপালা প্যান্ডেল ভেঙে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ায় আমরা এলাকা বাসীর বেশীর ভাগ লোক খুশি হয়েছি।কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, জুয়া, অসামাজিক কার্যকলাপ ও অবৈধ যাত্রাপালা ধ্বংসের প্রতি দৃঢ় প্রতিজ্ঞা জ্ঞাপন করেছেন।যাত্রা চললে জুয়া চলত,এতে আমাদের যুবসমাজ, ছাত্রসমাজ নষ্ট হয়ে যেত।চুরি ছিনতাই আরও বেড়ে যেত।চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদা জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা সংবাদ পাই বোহাইলের সংকরপুর ৫৪ ঘাট চরে অবৈধ ভাবে যাত্রাপালা প্রদর্শনী, অসামাজিক কার্যকলাপ এবং জুয়া চলছে।আমরা রাতেই পুলিশের একটি চৌকস দল নিয়ে যমুনা নদী পাড়ি দিয়ে দূর্গম চরে অভিযান পরিচালনা করি।পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল থেকে যাত্রাপালার সকলে পালিয়ে যায়। অবৈধ যাত্রাপালার প্যান্ডেল ভেঙে আগুনে পুড়ে দেই।কাউকে গ্রেফতার করতে পারিনি। আমাদের সারিয়াকান্দি এলাকায় কোনো প্রকার সহিংসতা,জুয়া ও অসামাজিক কার্যকলাপ হতে দেওয়া যাবে না এই মর্মে আমরা দৃঢ় প্রতিজ্ঞা। আমাদের অভিযান চলমান থাকবে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান,বোহাইল চরে যাত্রা প্যান্ডেল ভেঙে আগুনে পুড়ে দেওয়া হয়েছে।আমাদের সারিয়াকান্দি এলাকায় কোনো প্রকার নাশকতা, অসামাজিক কার্যকলাপ,মাদক ও জুয়ার আসরসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মোঃ ফরহাদ হোসেন,
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২