নড়াইলে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।নড়াইল জেলার লোহাগড়া উপজেলাতে দোকানে মূল্যতালিকা না থাকায়,অধিকমূল্যে বিক্রি ও মেয়াদ উর্ত্তীনপন্য রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,৬ডিসেম্বর-২০২২ইং রোজ মঙ্গলবার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজার ও এড়েন্দা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হাট বাজারে অভিযানকালে মোট ৮হাজার টাকা জরিমানা করেছেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে মেসার্স রোজ ভ্যালি হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট।মেসার্স সুস্বাদু হোটেল।মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার।মেসার্স ইমরান মেডিসিন কর্ণার।মেসার্স শাওণ এন্টারপ্রাইজ।মেসার্স জাহিদ ষ্টোরকে জরিমানা করে এবং জরিমানা আদায় করেন।ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক বলেন দোকানে মূল্যতালিকা না থাকায়,অধিকমূল্যে বিক্রি,মেয়াদোর্ত্তীন পন্য রাখাসহ বিভিন্ন অভিযোগে দোকানগুলিতে সর্বমোট ৮হাজার টাকা জরিমানা করেন।তবে জনস্বার্থের জন্য অভিযান চলমান অব্যাহত থাকবে।