ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে পিরোজপুরে নিঝুমের আয়োজনে বিজয় মিছিল করেছে ক্রিকেট প্রেমী মানুষেরা।বিজয় মাসে বাংলা টাইগারদের ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল করেছে ক্রিকেট প্রেমী মানুষেরা।আজ সোমবার বিকেলে পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম এর আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বালক উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।ভারতের বিপক্ষে জয় খেলা প্রেমী মানুষদের অনেক আনন্দিত করেছে।বিজয়ের মাসে ভারতের বিপক্ষে সিরিজ জেতাই খেলা প্রেমী মানুষের প্রত্যাশা।বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরের কয়েক শতাধিক খেলোয়ার ও সমর্থকদের সাথে নিয়ে এ বিজয় মিছিল করা হয়।
পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম জানান,ক্রিকেটকে ভালোবেসে পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠা করা হয়েছিলো।বাংলাদেশের বিজয় হলেই ক্রিকেট একাডেমীর ক্ষুদে খেলোয়াররা ক্রিকেটপ্রেমী মানুষদের নিয়ে বিজয় মিছিল করে।বাংলাদেশের বিজয় হলেই পিরোজপুরবাসীকে সাথে নিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে কিক্রেট একাডেমীর খেলোয়ার কোচ ও ভক্তরা।বাংলাদেশের বিজয় হলেই পিরোজপুরে ক্রিকেট একাডেমীর আয়োজনে বিজয় মিছিল করবে সর্বস্তরের জনগণ।বাংলাদেশের জয়ের ধথারা অব্যহত থাকলে আমাদেও এ বিজয় মিছিলেরও ধরা অব্যহত থাকবে।
পিরোজপুর প্রতিনিধি।