আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নতুন অন্তর্ভূক্ত ৩৯ নং ওয়ার্ডের সম্ভব্য কাউন্সিলর পদপ্রার্থী মাছুম আহমদের সমর্থনে শুক্রবার রাতে হাজীবাড়ী টুকেরগাঁও এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবীন মুরব্বি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ওসমান গনি’র পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি নুরুল হক,হাজী রজব আলী(লন্ডনী),জুনেদ মিয়া, আবু বক্কর পারভেজ,উসমান গনি,সালাহ উদ্দিন,নজির মিয়া মখলিছ মিয়া,রুহুল,আলী আহমদ,সাব্বির আহমদ,নেছার আহমদ,সুলেমান আহমদ,লায়েক মিয়া,বিলাল মিয়া,আলী আকবর, ফারুক আহমদ,লাভলু আহমদ,মাখন মিয়া,পিয়ার উদ্দিন,নিজাম উদ্দিন,তানভীর আহমদ,অর্নব ইমরান তুষার,রাজন আহমদ,সুয়েব মালিক,ইসমাইল হাসান,শহিদ আহমদ,সৌরভ আহমদ,ইমন আহমদ, আব্দুর রউফ,আজাদ মিয়া,সাজু মিয়া,ফয়সল আহমদ,কবির আহমদ,সাজিম আহমদ,সাহেদ আহমদ,আবুল খয়ের,মকসুদ আহমদ,আসিফ চয়ন, জুয়েল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ তারেক আহমদ।