কক্সবাজার রেডক্রিসেন্ট সোসাইটির দায়িত্বে চেয়ারম্যান মার্শাল ও অ্যাডভোকেট.অপু হেলাল উদ্দিন।দূর্যোগ ও মানবতার সেবায় কর্মরত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলার ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ নভেম্বর)সংস্থাটির মহাসচিব কাজী শরীফুল আজম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
কমিটিতে পদাধিকার বলে জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনূল হক মার্শালকে চেয়ারম্যান ও অপু বড়ুয়া অপুকে সাধারণ সম্পাদক করে মোশারফ হোসেন দুলালকে ভাইস চেয়ারম্যান, রাশেদ হোসাইন নান্নু,দিদারুল ইসলাম,তাহমিনা নুশরাত জাহান লুনা,এ এইচ এম ইফতেকারুল ইসলাম হানিফ,অ্যাডভোকেট একরামুল হুদা,আলী আহমদ,তাসলিমা রুমানা ও বাহাদুরকে সদস্য করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের নির্দেশক্রমে ৩ মাসের জন্য এই আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।কমিটির মেয়াদ শেষ হবে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারী।