গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গত বুধবার বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে,২০২২-২৩ অর্থ বছরে চলতি রবি মৌসুমে শাক-সবজি, গম,ভূট্টা, সরিষা, বাদাম,সূর্যমূখী,পেয়াজ,মসুর, মুগ ও সয়াবিনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন উপলক্ষ্যে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি অফিসের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু।পরে বিনামূল্যে সার বীজ বিতরণের উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি অফিস জানায়,চলতি মৌসুমে শাক-সবজি এক হাজার ৫০০,গম এক হাজার ৪৫০,ভূট্টা ৮৩০,সরিষা ৩হাজার ৩০০,বাদাম ৭৫,সূর্যমূখী ১৬০,পেয়াজ ৪০,মসুর ৫০,মুগ ৫০ ও সয়াবিন ২০জনকেসহ মোট ৭হাজার ৪৭৫জন কৃষকের প্রতিজনকে এক বিঘা করে জমি আবাদের বীজ,সার বিতরণ করা হবে।
মোঃ হারুন অর রশিদ রাজু
সংবাদদাতা সুন্দরগঞ্জ, গাইবান্ধা
০১৭৪০১৫৬২১৩
২৩-১১-২০২২ ইং