মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের গাঁওদিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়,গাঁওদিয়া বাজারের দুটি দোকানে ও একটি গ্যারেজে চুরি হয়েছে।গতকাল শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মোড়ল ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য তোবারক ঢালী জানান,চোর চক্র তালা ভেঙে বিদ্যালয়ের ল্যাপটপ,প্রিন্টার,প্রোজেক্টর,মাইকের মেশিন নিয়ে গেছে।বিদ্যালয়ের অফিস কক্ষের ফাইলপত্র ও আসবাবপত্র লন্ডভন্ড করেছে।গাঁওদিয়া বাজারের দোকানি রয়েল ও নাহিদের মুদি দোকান থেকে ৩টি মোবাইল ফোন ও মালামাল চুরি হয়েছে।এছাড়া রোমান ঢালীর গ্যারেজ ভেঙে ইসমাইল হোসেনের অটোরিকশা চুরি হয়েছে।
স্থানীয়রা জানান,বিদ্যালয়,বাজার ও গ্যারেজের অবস্থান ১০০মিটারের মধ্যে।কিন্তু কোথাও নৈশ প্রহরী না থাকায় চোরেরা সুযোগ নিয়ে চুরি করেছে। তাঁদের ধারণা,বখাটে ও নেশাখোররা এই চুরির সাথে জড়িত।এ রিপোর্ট লেখা পযর্ন্ত ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।