গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় কামারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ ইব্রাহিম মিয়া নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় উঠান বৈঠকে সাধারণ জনতার ঢল নামে।মুহূর্তের মধ্যে উঠান বৈঠকে হাজারো নারী-পুরুষর উপস্থিত হয়।শনিবার (১৯নভেম্বর)রাতে তার নিজ বাড়ির পাশে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে মোঃ বাচতুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ রেজাউল হক মোঃ আনিছুর রহমান(মাষ্টার)আরো অনেকে।উক্ত উঠান বৈঠক সঞ্চালনা করেন লিমন মিয়া।উঠান বৈঠকে বক্তারা বলেন,১০নং কামার পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য ২৮নভেম্বর নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মোরগ মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।মোরগ মার্কা বিজয়ে ওয়ার্ডবাসী উন্নয়নের পাশাপাশি পাবেন শান্তিতে ও নিরাপত্তার সাথে বসবাসের শতভাগ নিশ্চয়তা।
উঠান বৈঠকে ইউপি সদস্য প্রার্থী মোঃইব্রাহিম মিয়া মোরগ মার্কায় ভোট প্রার্থনা করে এ সময় বলেন, ২৮নভেম্বর(সোমবার)নির্বাচনে কোন রকম কারচুপি করতে দেওয়া হবেনা।নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে। তাই সবাই যার যার ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন।কোন ধরনের গুজবে কান না দিয়ে সঠিক সময়ে ভোটাধিকার প্রয়োগের আহবানও জানান তিনি।
মোঃ হারুন অর রশিদ রাজু-গাইবান্ধা প্রতিনিধি
০১৭৪০১৫৬২১৩