নড়াইলের কালিয়ায় মহাজন বাজারে অভিনব ভাবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত প্রচালিত।আজ সকালে আনুমানিক ১০ঃ৫০ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিট্রেট প্রনব কুমার পরামানিক সহকারী পরিচালক,ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এর নেতৃত্বে অভিযান প্রচালিত হয় কিন্তু এই অভিযানে ব্যাতিক্রম এক পদক্ষেপ নেয় ম্যাজিট্রেট প্রনব কুমার পরামানিক সাথে ছিলেন দেবাশীষ বাইন, সহকারী পরিচালক হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট।তিনি বাজার কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ বাজারের ব্যাবসায়ি দের একত্রিত করেন।এবং ব্যাবসায়ীদের বলেন আমরা আসলে আপনারা দোকান বন্ধ করে পালিয়ে যান এটা কোন স্থায়ী সমাধান নয়।
আপনারাও ব্যাবসাই পাশাপাশি ভোক্তা।আপনাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে আপনারা অনেকেই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আইন সম্পর্কে জানেন না।আজকে আপনাদের কোন দোকানে আমরা অভিযান চালাবো না।আজকে আপনাদের সচেতন করার জন্য আমরা লিফলেট বিতারন করছি এবং বাজার কমিটিকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আইন সম্পর্কে সব ব্যবসায়দেরকে নিয়ে মিটিং করার জন্য নির্দেশ দিয়েছি।
আশা করি আজকে পর থেকে আপনারা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আইন সম্পর্কে সচেতন হবেন এবং নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি সরকারকেও সহযোগিতা করবেন।আপনারা কোন অনিয়ম দেখলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর খবর দিবেন।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যাবসাইদের কারোরই পরিচয় লুকানো হবেনা এবং যদি ১০০০০০ টাকা জরিমানা করা হয় তাহলে ২৫০০০ টাকা অর্থাৎ ২৫% জরিমানার টাকা অভিযোগকারী ভোক্তাকে দেওয়া হবে।
উপস্থিত সবাই ম্যাজিট্রেট প্রনব কুমার পরামানিক এর এই অভিনব পন্থাকে স্বাগতম জানায়।