নড়াইলের ডিবি পুলিশের অভিযানে ৪২পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ(ডিবি)জনাব মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে আব্দুল আজিজ খন্নারকে (৩৪)কে ৪২পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন নড়াইল জেলা ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবির তত্ত্বাবধানে এসআই (নি:) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার দরি মিঠাপুর গ্রামে অভিযান চালিয়ে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।