৩রা নভেম্বর ১৯৭৫ সালে জেলঅভ্যন্তরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার নির্মমভাবে হত্যা করা হয়, এ দিবসটি স্মরণে দেশে প্রগতিশীল রাজনৈতিক সংগঠন ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাই দিবসটি যথাযথ মর্যাদায় ভাবে পালন করে থাকেন।
এরই অংশ হিসেবে মমতা নার্সিং ইন্সটিটিউটের মিলনায়তনে আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান এর সিনিয়র ইন্সট্রাক্টর সিমু আক্তার এর সঞ্চালনায় দিবসটি প্রতিপালনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় প্রথম বর্ষের রাকিব, শাকিলা, রিদওয়ান. দ্বিতীয় বর্ষের মুশফিক, সাইফ, শিউলি উপস্থিত বক্তৃতা দেন, এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে তথ্যমুলক বক্তব্য উপস্থাপন করে তৃতীয় বর্ষের রিয়াজুল ইসলাম, সালমা ও সিনিয়র ইন্সট্রাক্টর আফোরাজা খাতুন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ঘনিষ্ঠ চার নেতা ও সহচর এএইচ এম কামরুজ্জামান হেনা, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মুনসুর আলী সহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা শেষে দোয়া র আয়োজন করা হয়।