চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার ছেলে হাটহাজারী মাদ্রাসার চাল তেল ডাল কেলেঙ্কারিতে অভিযুক্ত
জুনাইদ বিন ইয়াহইয়াকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হয়েছে। একই কমিটিতে প্রয়াত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর ছেলে ঢাকার প্রসিদ্ধ ঘি বিক্রেতা রাশেদ বিন নূরকে দফতর সম্পাদক করা হয়েছে।
সোমবার (৩১অক্টোবর)সকাল ১০টায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ করা হয়।এতে জামায়াত সন্দেহভাজন মাহফুজ খন্দকারকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বিতর্কিত কিফায়াতুল্লাহ আযহারীকে।
বৈঠকে কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি ও হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সব মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী বরাবর আমীরে হেফাজতের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়াও আগামী ১৭ডিসেম্বর রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি ঘোষিত ১০ডিসেম্বরের ৬দিন পরই হেফাজতের উলামা মাশায়েখ সম্মেলন আহ্বানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।বিএনপি-জামায়াতের ডিসেম্বর মাস ঘিরে দেওয়া আল্টিমেটামের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা খুঁজে দেখার কথা বলছেন তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া,মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি জসিম উদ্দিন, মাওলানা ফুরকানুল্লাহ খলিল,মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান,মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী,মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা মীর ইদরীস, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবাহানী, মুফতি কিফায়েতুল্লাহ আজহারী, সাইয়েদ মাহফুজ খন্দকার, মাওলানা রাশেদ বিন নূর।