মোঃ তাহের আলী-নড়াইল প্রতিনিধি।
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
ঢাকা-মাওয়া-বেনাপোল মহাসড়কে নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল ও প্রাইভেটকার সংঘর্ষে স্বাধীন রায়(১৯)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে,২৭অক্টোবর-২০২২ইং রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলায় গাবতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন রায় (১৯) উপজেলার ছোট বামনহাট গ্রামের অংশ রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী তুলারামপুর বাজারে যাচ্ছিলো স্বাধীন।এ সময় ঢাকা-মাওয়া-বেনাপোল মহাসড়কের গাবতলা বাজার থেকে একটু সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক স্বাধীন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি(চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান জানান,প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের লাশ হাসপাতালে রয়েছে।
বিঃদ্রঃ-যদি কোন প্রতিনিধি রাষ্ট্রীয় বিরোধী নিউজ বা ব্যক্তিস্বার্থের জন্য কাউকে ফাসানোর চেষ্টা করেন durantotv24.com-News Portal এ নিউজ পাবলিষ্ট করে,তাহলে কর্তৃকপক্ষ কোন প্রকার দায়ভার নিবে না।