মোঃ তৈয়বুর রহমান, জেলা প্রতিনিধি পিরোজপুর।
পিরোজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১২ অক্টোবর বুধবার বেলা ১১ টায় শহীদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জিব কুমার বালা। মুক্তিযোদ্ধা এম এ রব্বানি ফিরোজ।অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে পিরোজপুর সদরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকসহ ২৩ ক্যটাগড়ি এবং ১৫টি ইভেন্ট এ মোট ৮৩ টি পুরুস্কার প্রদান করা হয়।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজকে শ্রেষ্ঠ কলেজ, জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার মধ্যে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসা, পিরোজপুর সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে মোবাইলের প্রতি আশক্তি না হয়ে খেলাধুলার প্রতি উৎসাহ প্রদান করেন।
বিঃদ্রঃ-যদি কোন প্রতিনিধি রাষ্ট্রীয় বিরোধী,বা মিথ্যা নিউজ,কাউকে ফাঁসানোর জন্য durantotv24.com -News Portal এ দেওয়া হয় তাহলে পোর্টালের কর্তৃকপক্ষ দায়ভার নিবে না।