ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির উপর হামলার ঘটনায় নড়াইল জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল।নড়াইল জেলা ছাত্রদলের উদ্দোগে আজ ২৯সেপ্টেম্বর-২০২২ইং রোজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি খোরশেদ আলম সোহেল,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ অসংখ্য নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী ছাত্রলীগের হামলার স্বীকার হয়েছেন,সেই হামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উল্লেখিত ছাত্রলীগ সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ নড়াইল জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত বিক্ষভ মিছিলে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাস,নড়াইল সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী,নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিপ্লব হাসান,নড়াইল পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নাল আবেদীন,নড়াইল সরকারি ভিক্টোরীয় কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসান,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমানসহ নেতৃবৃন্দগন।