নড়াইলের পক্ষ হতে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম”কে অভিনন্দন জানিয়েছেন-সভাপতি মোঃ এনামুল হক
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি মোঃ এনামুল হক,আরজেএফ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম ও প্রতিনিধি সভা-২০২২ অনুষ্ঠান উদযাপন কমিটিতে সদস্য হওয়ায় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম”কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)কেন্দ্রীয় আয়োজনে লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে আগামীকাল ২৪সেপ্টেম্বর -২০২২ ইং রোজ শনিবার সকাল ৯টা হইতে বিকাল ৪টা পর্যন্ত।
আরজেএফ লিডারশীপ ট্রেনিং প্রশিক্ষণ প্রোগ্রাম ও প্রতিনিধি সভার প্রশিক্ষণ পর্ব প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুল ইসলাম ভুইয়া,সাবেক ব্যবস্থাপনা পরিচালক,বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস)।
প্রশিক্ষকঃ জনাব খায়রুজ্জামান কামাল,কোষাধ্যক্ষ বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)।প্রশিক্ষকঃ জনাব মাহমুদ আল ফয়সাল,হেড অব নিউজ,এস এ টিভি।
সভাপতি এস এম জহিরুল ইসলাম চেয়ারম্যান রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)।
সনদ বিতরন ও আলোচনা পর্বের প্রধান অতিথি জনাব মিছবাহর রহমান চৌধুরী চেয়ারম্যান, বাংলাদেশ ইসলাম ঐক্যজোট।
বিশেষ অতিথি জনাব ড.খান আসাদুজ্জামান সম্পাদক ও প্রকাশক,দৈনিক বাংলাদেশ সমাচার।
বিশেষ অতিথি হিসেবে জনাবা এ্যাড.শাহিদা রহমান(রিংকু)যুগ্ম মহাসচিব,জাতীয় পার্টি,কেন্দ্রীয় কমিটি।
সঞ্চালনায় মোঃ আল আমিন শাওন,ভারপ্রাপ্ত মহাসচিব,রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)।
স্হানঃ পিআইবি সেমিনার কক্ষ,৩ সার্কিট হাউজ রোড,ঢাকা,২৪সেপ্টেম্বর-২০২২ইং রোজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
যে সকল আরজেএফ সদস্যগন রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন তাদেরকে যথা সময় উপস্থিত থাকার সবিনয় অনুরোধ করেছেন আরজেএফ কতৃর্কপক্ষ।
সাংবাদিক মোঃ এনামুল হক আরজেএফ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম ও আলোচনা সভা অনুষ্ঠান সুন্দর সুস্থ ও সফল হোক এটাই প্রত্যাশা করেন।