নড়াইলে জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও দোয়া অনুষ্ঠিত।
নড়াইলে জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১৭সেপ্টেম্বর)সকাল সাড়ে এগারোটায় জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের নতুন বাস টার্মিনালে এ কর্মসূচি পালিত হয়।
নড়াইল জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি(ভারপ্রাপ্ত)মোঃ মোফাজ্জেল সিকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পৌরমেয়র আঞ্জুমান আরা,শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মোঃ তোতা মোল্লা,মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,১২৯৫ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জননেতা জাহাঙ্গীর বিশ্বাসের ছোট ভাই সভাপতি প্রার্থী ১২৯৫ শ্রমিক ইউনিয়নের নয়নের মনি শ্রমিক নেতা মোঃ বিপ্লব হোসেন বিশ্বাস বিলো,সভাপতি প্রার্থী মোঃ মশিউর রহমান,সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক প্রার্থী কামরুল বিশ্বাস,দপ্তর সম্পাদক প্রার্থী ফুরকান শেখ,প্রমুখ।
এসময় নড়াইল ১২৯৫ শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টঃ–আবু তাহের আলী–নড়াইল জেলা।