নড়াইলে আলোচিত শামীম হত্যা মামলার বিচারের দাবি ও মামলা তুলে নেওয়ার হুমকির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।গতকাল ৮ই সেপ্টেম্বর-২০২২ইং রোজ বুধবার নড়াইল সদর উপজেলা তুলারামপুর ইউনিয়নের বাকসাডাঙ্গা গ্রামে মিনা বাজার সংলগ্ন দুপুর ২টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন, তুলারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম মাস্টার ও জেলা ইমাম সমিতির সভাপতি মাহবুবুর রহমান।
এ সময় আবুল কাশেম মাস্টার বলেন আলোচিত শামীম হত্যা মামলার বাদিকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন এই গ্রামের মেম্বার আসামীদের সাথে একসাথে চলাফেরা এবং আসামীদের সাথে একসাথে খাওয়া দাওয়া মানুষের মাঝে সন্দেহ চলে এসেছে।তাই হত্যা কান্ডের সাথে মেম্বার জড়িত কিনা গ্রেপ্তার করে রিমান্ডে নিলে আসল রহস্য বের হবে এবং আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
জেলা আওয়ামী নেতা স্বপন বলেন শামীমকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে এদিকে এজাহার ভুক্ত আসামী ২জন গ্রেপ্তার হয়েছে বাকী আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য গত ২৫শে জুলাই-২০২২ রোজ সোমবার রাতে শামীমকে মধ্যযুগীয় কায়দা হত্যা করে।শামীমের মা বলেন,২৬জুলাই আনুমানিক সকাল ৮:৩০ মিনিটের সময় শামীমের ঘর থেকে বিপজ্জনক শব্দ পেয়ে ঘরে যেয়ে দেখি শামীম খাটে নাই মাচালে পড়ে আছে।সেই সময় তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায় চার দিন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর শামীম কিছুটা কথা বলেন।শামীম বলেন রাতে সোনালী আমাকে ফোন করে ডেকে নিয়ে দুধের সাথে চেতনা নাটক ওষুধ খায়ে অচেতন করে সোনালী,শহর আলী ও শামসুর বোতলে পানি ভরে মধ্যযুগীয় কায়দায় হত্যার উদ্দেশ্য মারপিট করে।
এ বিষয়ে শামীমের ভাগ্নে শাহীন বলেন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য আমার মামা শামীমকে ডেকে নিয়ে বাগান পরিষ্কার করা বেশ গালে ঢেলে দিয়েছে সোনালী,শহর আর শামসুর এবং ২লাখ ৮০হাজার টাকা কেড়ে নিয়েছে।হাসপাতলে শামীমের দেয়া এ জবানবন্দির ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছে গচ্ছিত আছে।ছয় দিন নড়াইল যশোরে চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হলে গত ৩১ই জুলাই ২০২২ইং তারিখে খুলনা মেডিকেল কলেজ রেফার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ মানববন্ধনে বিভিন্ন প্লাকার্ডে লিখে অভিযোগ করেন গ্রামের মেম্বার জাহাঙ্গীরকে তদন্তের দাবি জানান এলাকাবাসী।এবং এ মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।
শামীমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে,হত্যার পরও শেষ হই নাই এখন বাদিকে বিভিন্নভাবে হুমকি ও তার পরিবারের উপর জীবন নাশের ভয়ভীতি দেখিয়ে মামলা তোলার জন্য কৌশল অবলম্বন করছে ও পায়তারা করছে।হত্যাকারীদের শাস্তির দাবি করেছেন অত্র এলাকার জনগন।