বহু আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে পালিত হলো গোপালগঞ্জের কুসুমদিয়ার ফকির ভাসার মেলা।
ফারহাবী আহমেদ সিয়াম-স্টাফ রিপোর্টার।
গোপালগঞ্জ জেলাতে গতকাল ৩০শে আগষ্ট-২০২২ইং রোজ মঙ্গলবারে সকাল থেকে শুরু হয় সন্ধা পর্যন্ত।প্রতি বছরের মতন এ বছরও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হলো কুসুমদিয়ার ফকির ভাসার মেলা।মুলত কুসুমদিয়ার শাহ্ পরশ আলী ফকিরের করে যাওয়া নিয়ম থেকেই বংশ পরম পরায় চলে আসছে এই ভিন্ন ধর্মি আচার অনুষ্ঠান।
লোক মুখে সোনা যায় নূর শাহ্ পরশ আলী ফকির তার জীবন দশায় প্রতি বছর এই দিনে পানির ওপর দিয়ে ভেসে বেড়াতেন তার কেরামতি বলে।তার মৃত্যুর শত বছর অতিবাহিত হয়ে গেলেও প্রতি বছর ভাদ্র মাসের ১৫তারিখে বহু নিয়ম নিষ্ঠার সাথে তার বংশধরদের হাত ধরে পালিত হয়ে আসছে এই মেলা।এই মেলা দেখতে ভীড় জমিয়ে ওঠে দূর দূরান্ত থেকে আশা বহু মানুষ ও নূর শাহ্ পরশ আলী ফকিরের লাখো ভক্ত বৃন্দগন।
কুসুমদিয়ার ফকির ভাসার মেলা মূলত শাহ পরশ আলী ফকিরের করে যাওয়া নিয়মাবলী বংশগতভাবে পালিত হয়ে আসছে।শতশত লোকের সমাগম ও এলাকার মানুষের ভীড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।