বিএমএসএস’র খুলনা বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার শুভ উদ্বোধন।
খুলনাতে বিএমএসএস”র উদ্দোগে বিভাগীয় সম্মেলন ও মিলনমেলার শুভ উদ্ভোধণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৭আগষ্ট-২০২২ইং রোজ শনিবার দুপুর ৩ঃ৩০মিনিটের সময়,স্হানঃ সালাউদ্দিন ভিলা,দামোদর ফুলতলা,খুলনা।”স্বাধীনতায় বাঁচি-বাঁচাই স্বাধীনতাকে”শীর্ষক আলোচনা সভা।
প্রধান অতিথিঃ জনাব আলহাজ্ব শেখ আকরাম হোসেন-চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ।প্রধান আলোচক হিসেবে জনাব খন্দকার আছিফুর রহমান,প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিএমএসএস। শুভ উউদ্বোধকঃ জনাব নজরুল ইসলাম মল্লিক সিনিয়র ভাইস চেয়ারম্যান বিএমএসএস।স্বাগত বক্তব রাখেন জনাব আলহাজ্ব শেখ আবেদ আলী সভাপতি খুলনা বিভাগীয় কমিটি বিএমএসএস।সভাপতিত্ব করেন জনাব মোঃ সুমন সরদার মহাসচিব বিএমএসএস,সম্পাদক ও প্রকাশক দৈনিক ফুলতলা প্রতিদিন।
সম্মানিত ও বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাপস কুমার পাল অতিরিক্ত পুলিশ সুপার খুলনা রেঞ্জ।জনাব আলমগীর সরকার চেয়ারম্যান সরকার গ্রুপ।জনাব শরীফ মোঃ ভুইয়া শিপলু চেয়ারম্যান ২নং দামোদর ইউনিয়ন পরিষদ।জনাব ডাঃ এ,টি,এম মন্জুর মোর্শেদ সাবেক পরিচালক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।জনাবা সাদিয়া আফরিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলতলা খুলনা।জনাব মোঃ ইলিয়াস তালুকদার অফিসার ইনচার্জ ফুলতলা থানা খুলনা।জনাব মোহাম্মদ জহির উদ্দিন ভুঁইয়া রাজিব পরিচালক আইয়ান জুট মিলস লিমিটেড।
পত্রিকার লোগো উন্মোচন করেন মিসেস সালাউদ্দিন বিউটি সম্পাদক সুমন সরদারের রত্নগর্ভা মাতা।সার্বিক তত্বাবধানে তরিকুল ইসলাম টলার,জামির হোসেন,রবিউল ইসলাম,হাদিউজ্জামান,ইমন,রনি,সুজন,রুবেল,সিজন।
মিডিয়া পাটনার হিসেবে-দৈনিক ভোরের পাতা পত্রিকা,দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকা,MTV,দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস)র উদ্দোগে বিভিন্ন জেলার থেকে প্রিন্ট মিডিয়া প্রতিনিধি,স্যাটালাইট চ্যানেলের প্রতিনিধি,অনলাইন মিডিয়া প্রতিনিধি,সম্পাদক ও প্রকাশকগনসহ খুলনা বিভাগীয় সদ্য ১৮১বিশিষ্ট কমিটি গঠন প্রকাশিত ও তালিকাভুক্ত সম্মানিত ব্যক্তিগন।সেই দুরদুরান্ত থেকে আগত সাংবাদিকবৃন্দ ও অতিথিবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।উপস্থিতিদের দুপুরে খাবারের আয়োজন ছিলো এবং প্রত্যেকে পৃথক পৃথক বক্তব রাখেন ও খুলনা বিভাগীয় সম্মেলন ও মিলনমেলার আয়োজনে উপস্থিত ব্যক্তিদেরকে সু-স্বাস্হ্য কামনা করেন।