নড়াইলের পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন।
নড়াইল জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন ২৪শে আগষ্ট-২০২২ইং রোজ বুধবারে নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।২৫আগষ্ট-২০২২ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ মিনিটের সময় তিনি সম্মানিত রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন,বিপিএসম(বার) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয় নড়াইল,চুয়াডাঙ্গা,সাতক্ষীরা,মাগুরা,ঝিনাইদহ জেলার পুলিশ সুপারগনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল,অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ওঅর্থ),জনাব মোঃ আতিকুল রহমান পিপিএম,অতিরিক্ত ডিআইজি(অপারেশন)খুলনারেঞ্জ,কমান্ড্যান্ট(অতিরিক্ত ডিআইজি)আরআরএফ খুলনা এবং সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মামুন,পুলিশ সুপার চুয়াডাঙ্গা জনাব মোহাম্মদ আশিকুর রহমান,বিপিএম,পিপিএম(বার),পুলিশ সুপার ঝিনাইদহ,জনাব কাজী মনিরুজ্জামান,পুলিশ সুপার সাতক্ষীরা,জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা,পুলিশ সুপার মাগুরাসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) কমিটির পক্ষ হতে অভিনন্দন ও শুভকামনা।