বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিকে অভিনন্দন জানিয়েছেন আরজেএফ সভাপতি ডা.মোঃ এনামুল হক
দেব প্রসাদ দাস-সিনিয়র স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বি.এম.এস.এস)খুলনা বিভাগীয় কমিটি ১৮১বিশিষ্ট কমিটি গঠনের তালিকা চুড়ান্ত ও ফাইনালভাবে ১৪ই আগষ্ট-২০২২ইং রোজ রবিবার রাত ১ঃ১০মিনিটের সময় এবং পুনরায় ২৬আগষ্ট রোজ শক্রবারে প্রকাশ করা হয়েছে ১নং হতে ১৮১বিশিষ্ট কমিটির সিরিয়াল হতে ১৯নাম্বার সিরিয়াল সাংবাদিক মোঃ এনামুল হক(জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা)নড়াইল জেলা প্রতিনিধি।সাংবাদিকতার অভিজ্ঞা ২৪বছর।ই-মেইল anamulhaque4628@gmail.com শিক্ষাগত যোগ্যতা-স্নাতক(ডিগ্রী)।খুলনা বিভাগীয় কমিটিতে নাম প্রকাশিত হয়েছে।বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(BMSS)ঢাকা কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় দায়িত্বরত রয়েছেন তাদেরকে রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)লোহাগড়া উপজেলা শাখা,সভাপতি মোঃএনামুল হক এর পক্ষ হতে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিএমএসএস খুলনা বিভাগীয় কমিটির বোর্ড কতৃর্ক যাচাই বাছাই করে কমিটির সিদ্ধান্তে প্রকাশিত হয়।সাংবাদিকদের কন্ঠস্বরও সাংবাদিকদের অধিকারের জন্য নিয়মিত লড়াই করা একটি শীর্ষস্থানীয় সংগঠন বলে মনে করেন সাংবাদিক মোঃ এনামুল হক
The voice of Journalists a Leading organisation Regularly Fighting for Rights of Journalists.Journalist Md.Anamul Haque
সাংবাদিক মোঃ এনামুল হক সংগঠনের সফলতা ও শুভকামনা ব্যক্ত করেন।আসছে ২৭আগষ্ট-২০২২ইং রোজ শনিবারের প্রোগ্রাম সফল হোক এই প্রত্যাশা করেন।সুপ্রতিষ্ঠিত সংগঠন হিসেবে পরিচিত লাভ করুক এ প্রত্যাশা ব্যক্ত করেন।আরও অনেক দুর এগিয়ে যাক প্রানের সংগঠন।এগিয়ে যাবে সফলতার সাথে শীর্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।
সাংবাদিক মোঃ এনামুল হক বলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি খুলনা বিভাগীয় কমিটিতে ১৯নাম্বার রাখার জন্য অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।সাথে আছে এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ।