1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  3. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  4. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
September 7, 2025, 6:36 pm
শিরোনাম :
খুলনা নগরীতে সন্মিলিত হোমিওপ্যাথি ওষুধ ব্যবসায়ী, চিকিৎসক,শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন কালিয়ায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতিক বিজয়ের লক্ষে জনসভা অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে এস.এস.সি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান নিয়ামতপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন খুলনা সাতক্ষীরা মহাসড়কে মাছ ছেড়ে প্রতিবাদ নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ’ নাটক ভিকটিম উদ্ধার,গ্রেপ্তার ৪জন নিয়ামতপুরে প্রভাষকের এমপিও স্থগিতাদেশ প্রদান আরজেএফ এর আয়োজনে ডেমরায় সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রংপুর গঙ্গাচড়ায় সাংবাদিকদের মারধর ও ওসির আচরণের প্রতিবাদে মানববন্ধন,৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে- এনপিপি চেয়ারম্যান ড. ফরহাদ

চিপস খাওয়া থেকে সাবধান ও চিপস ঝুঁকিপূর্ণ

মো:সাব্বির হোসেন রনি-গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • সময়: Thursday, August 25, 2022,
  • 228 Time View

চিপস খাওয়া থেকে সাবধান চিপস ঝুঁকিপূর্ণ বললেন গবেষক ?

কথায় আছে-এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা।গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে Slack Filling বলে।আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেওয়া হয় দুইটি কারনে-
১.বাইরের প্রেশারে যেন চিপস না ভেঙে যায়।
২.নাইট্রোজেন গ্যাস চিপ্স কে দীর্ঘদিন মচমচা রাখে।
আসুন এবার স্বাদের জিনিসে বিস্বাদের গল্প শুনাই।।

বাচ্চারা কাঁন্দে তাই তাঁর হাতে চিপস দিলেন।বাচ্চা ঠান্ডা! কিন্তু এইটা দিয়ে যে বাচ্চার ভবিষৎ শেষ করে দিলেন।সেটা থেকে যায় অজানায়,১৯৯০ সালের দিকে বাংলাদেশে প্রথম আলুর চিপস বানানো শুরু করে।মাত্র ৩০ বছরের ইতিহাসে এই আলুর চিপস বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে।যদিও আমেরিকা আলু চিপস আবিষ্কৃত হয় ১৮৫৩ সালে এক্সিডেন্টাল ভাবে।

আসুন জেনে নেই এই চিপস কিভাবে সব পাল্টায় দিলো।বাংলাদেশের ৩০বছরের উপরে ৩০% মানুষের উচ্চ রক্তচাপ আছে।আর ৫০ বছরের উপরে প্রায় ৬৫% মানুষের উচ্চ রক্তচাপ আছে।এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রোগী আছে।যদিও ডায়াগনোসিস হয় বা হইছে ১০% এর কম।এতো প্রেশার কই থেকে আসল দেশে।আর এতো অল্প বয়সে প্রেশারে কেমনে ধরে?

আমরা জানি চিপসের প্রতি এক আউন্সে সোডিয়াম থাকে প্রায় ২০০ মিলিগ্রাম।তাও ভালো আয়ন পিউর সোডিয়াম ক্লোরাইড না।মনোসোডিয়াম গ্লুটামেট,বা টেস্টিং সল্ট।খাইতে খুব মজা লাগে কিন্তু প্রতিদিন উচ্চ ডোজে শরীরে লবণ প্রবেশ করছে।এই লবন জীবনের শুরু থেকেই আপনার Renin Angiotensin system কে উত্তেজনার সিগনাল দিয়ে যায়। সে তখন Aldoesterone সাথে পাল্লা দিয়া শরীরের ফ্লুইড ভলিউম বাড়িয়ে রাখে।
সাথে সাথে Hyperosmolarity এর জন্য ADH release হতে থাকে।শুরু হয়ে যায় অল্প বয়সেই হাই প্রেশার।চিপস এ যেহেতু হাই ক্যালরি আলু কার্বোহাইড্রেট থাকে। তাই তারা শরীরে সহজেই জমা হতে পারে।সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে।সাথে বাড়ে চর্বিও।সেই চর্বি জমা হয় রক্তনালীতে।রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট এটাক। আর ব্রেইনে বন্ধ হলে স্ট্রোক অবধারিত(Ischemic stroke)..আর আগেই সৃষ্ট হাই প্রেশারে রক্তনালী ছিড়ে যেতে পারে।তাতে হবে Hemorrhagic stroke…হাই ক্যালরি influence এ বার বার ইনসুলিনের বেটা সেল ধ্বংসের পায়তারাও চলে পাশাপাশি।

এক সময় ধরা পড়ে ডায়াবেটিস।এছাড়াও মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে ক্যান্সার তৈরির রিস্ক ফ্যাক্টর!

তথ্য সংগ্রহ সাংবাদিক সাব্বির হোসেন রনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host