হবিগন্জ জেলার নবীগঞ্জে উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে তাছলিয়া আক্তার(০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷স্থানীয় সূত্রে জানাযায় যে,উপজেলার গজনাইপুর গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী পপি বেগম তার শিশু কন্যা তাছলিয়া আক্তারকে নিয়ে এক সপ্তাহ পূর্বে তার পিতার বাড়ি উত্তর দৌলতপুর গ্রামে বেড়াতে আসেন।শনিবার তিনি স্বামীর বাড়িতেও আবার ফিরে যাবার কথা ছিল বলে জানাযায়।এরই মধ্যে শুক্রবার সকাল অনুমান সাড়ে ০৯টার দিকে পরিবারের সকলের অগোচরে শিশুটি বাড়ির নিকটবর্তী পুকুরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়৷ এক পর্যায়ে অনেক খোজাখুজির পর পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷