কবিতার নামঃ খোকা থেকে জাতির পিতা
লেখিকাঃ-লিপা সরকার।
ছোট্টো খোকা জন্ম নিলেন,টুঙ্গিপাড়া গায়ে
খুশি হলো শেখ পরিবার,আত্মীয় স্বজনে।
ধীরে ধীরে ছোট্ট খোকা,হয়ে উঠল বড়
সৎ সাহস আর মানবতায় ভরা, তাঁর চরিত্র।
স্কুল জীবনেই দেখিয়েছেন, ভীষণ সাহসিকতা
শহিদ সাহেবও করেছেন,খোকার প্রশংসা।
সোহরাওয়ার্দীর অনুপ্রেরণায়, রাজনীতিতে যোগ
একের পর এক আন্দোলন, আর কারাভোগ।
তার ই মাঝেই ঘর -সংসার, খোকাই হলেন পিতা
জন্ম নিলেন প্রথম সন্তান, শেখ হাসিনা।।
৪৭এর দেশ ভাগ,পাকিস্তানি শাসন
মুজিব মনে ছিল শুধু,সোনার বাংলার সপন
বাংলা ভাষা নিয়ে শুরু হলো,আন্দোলন
কারাযাপনেই কাটল তার,অনেক টা জীবন।
ছয় দফা,আগরতলা,গণ অভ্যুত্থান
৭১ এ শুরু হলে,গণ আন্দোলন।
জ্বালা ধরালো বাঙালিদের,৭ই মার্চের ভাষণ
২৫ এ মার্চ গভীর রাতে,হলো বাঙালী নিধন।
স্বাধীনতার ঘোষণা দিলেন, দিবাগত রাতে
গ্রেফতার হলেন মুজিব,পাকবাহিনীর হাতে।।
দীর্ঘ ৯মাস মুক্তি যুদ্ধ, অনেক রক্ত ক্ষয়
মা-বোনরা সম্মান দিলেন,করতে;মু্ক্তি যুদ্ধ জয়।
ত্রিশ লক্ষ শহিদ আর মুজিবের প্রত্যয়
১৬ ই ডিসেম্বর পেলাম আমরা,চুড়ান্ত বিজয়।।
মুক্তি পেল শেখ মুজিব,ফিরল নিজের দেশ
বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা,স্বাধীন বাংলাদেশ।
শুরু হলো যুদ্ধত্তর,দেশ গঠনের কাজ
সোনার বাংলার স্বপ্ন যে,পূর্ণ হয়েছে আজ।
৭২ এর নির্বাচন আর নতুন সংবিধান
প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে,সরকার গঠন।।
যোগ্য লোকদের হাতে, ক্ষমতা করল বন্টণ
তাই দেখে কিছুলোকের,খারাপ হত মন।
বেশ ভালোই চলছিল,সোনার বাংলাদেশ
দেশীয় কিছু দুষ্টু লোকের,মনে ছিল ক্লেশ।
সুযোগ আর ষড়যন্ত্রে,মেতে উঠলেন তাঁরা
৭৫ এর ১৫ই আগস্ট দিল,শেখ বাড়িতে হানা।
হত্যা করল মুজিবুর সহ,বাড়ির সকলকে
নরপশুরা বাঁচতে দেয়নি,ছোট্ট রাসেলকে।
সোনার বাংলা ছেয়ে গেলো, শোকের কালো ছায়া
বঙ্গবন্ধু কে হারালাম,হলাম জাতির পিতা হারা।।