কবিতা নামঃ মহিতন
লেখকঃ-রাশেদুল ইসলাম।
মহিতন বেওয়া দুখ যন্ত্র
দুঃখ তেলে চলে,
চোখের কোনার অশ্রু ফোটায়
তাহার সাক্ষী মেলে।
জীবন মাঠে দর্শক সে
ভাগ্য মারে তালি,
নুয়েছে মাথা করেছে বরণ
দুঃখ নামের কালি।
প্রাণো সখা দ্বিতীয় সখে
আলিঙ্গন করিয়া নিছে,
ঐ দুখেতে মহীতন বেওয়া
সর্ণ কোরবান দিছে।
যৌবন সুখ বুঝেনি তাই
কষ্ট নৌকোর মাঝি,
ঘুণ টানিতে কিনার দুরে
বড্ড ক্লান্ত আজি।
ভালো স্বাদ ছিকোয় তোলা
মন্দ ছায় আচল,
গভীর নিশিতে অশ্রু ঝরিতে
চৌখ পায় না কাজল।
মর্গ সাথে পিরিত তার
দুঃখে ভাসে হেথা,
আছলে শশ্মান ঘুমায়
অশ্রু ঝড়ায় সেথা।
মনুষ্য দানে দুখান চালে
নিদ ঘন্টা বাজায়,
অস্থির মনে রাত যাপনে
কখন রাত্রি পোহায়।
এইতো সেদিন বরফ ঝরে
ফুটোর উপর ফুটো,
যায় না গুনা হাজারে তা
রইতো যদি দুটো।
শ্রাবণে ঝরে ঘন বর্ষা
টুপ টুপ পরে পানি,
গোসল তারে হয়না করিতে
বর্ষায় টানে ঘানি।
চতুর দিনের বিষ খাদ্য
মুখ হলারে লয়,
বাচার তাগিদ রোগ জীবানু
কভু করেনা ভয়।
এ বাড়ি থে ও বাড়িটায়
আদার খুজে বেরায়,
সুখ যৌবন পা চলনে
মন অজান্তে হারায়।
সাংবাদিক রবীন্দ্রনাথ সরকার রিপন-01792933584