রিপোর্টারঃ বগুড়া প্রতিনিধি–বগুড়া শহরের টেম্পল রোডের মেরিনা মার্কেটের একটি দোকানে ঔষধ ব্যবসার আড়ালে ট্যাপেন্টাডল নামের নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আতিকুল ইসলাম ওরফে সাদ্দাম (২১) গ্রেফতার হয়।
জানা গেছে,মেরিনা মার্কেটের মালিক হাসিব মোহাম্মদ খান রনির ভবনের ষষ্ঠ তলায় মোঃ শামীম হোসেনের ভাড়াকৃত ৬১০ নম্বর দোকানে দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ব্যবসা চলছিল।অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় দীর্ঘদিন ধরে এখানে গোপনে মাদক ট্যাবলেটের লেনদেন হচ্ছিল বলে সূত্র জানায়।
গ্রেফতার হওয়া সাদ্দাম বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের শেখপাড়া পূর্বপাড়ার বাসিন্দা এবং স্থানীয় মাদক ব্যবসায়ী বকুল মিয়ার ছেলে।এদিকে একই ঘটনার সাথে জড়িত একই ওয়ার্ডের শেখপাড়া ফকিরপাড়ার রঞ্জু মিয়ার ছেলে মোঃ শামীম হোসেন (২৫) অভিযানের সময় কৌশলে পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,ঘটনাস্থল থেকে জব্দ করা ট্যাবলেটগুলো আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।পলাতক শামীমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply