রিপোর্টারঃ মোসাঃ সাথী বেগম
জামালপুরের এক উপজেলার মালিরচর মৌলভীপাড়া এলাকায় ধানক্ষেত থেকে ইসমাঈল হোসেনের ১০ বছর বয়সী ছেলে ইয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা সকালে ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।
অন্যদিকে,উপজেলার নতুন টুপকার চর এলাকার হামিদুর রহমান নামের এক ব্যক্তি সাপের কামড়ে মারা গেছেন।
জানা যায়,ঘরের পাশে হাঁটার সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়।দ্রুত স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলেও পথে তার মৃত্যু হয়।বিশেষজ্ঞরা জানান, সাপের কামড়ের পর কুসংস্কারে না গিয়ে দ্রুত হাসপাতালে নেওয়াই একমাত্র সঠিক পদক্ষেপ।
এছাড়া, ধানুয়া কামালপুর ইউনিয়নের খামার গেদরা গ্রামে মোঃ মামুন মিয়া (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পরিবারের দাবি,মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।এই তিনটি ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।