রিপোর্টারঃ শরিফ তারিকুল ইসলাম(সবুজ),বিশেষ প্রতিনিধি
যশোর মনিরামপুরে এবার আগাম সবজি চাষে লাভবান হয়েছে কৃষক। মণিরামপুর উপ-সহকারী কৃষি অফিসার, জিএম হাফিজুর রহমান মণিরামপুর পৌর এলাকার দায়িত্ব পাওয়ার পর থেকে পৌর সভার ৯ টি ওয়ার্ড জুড়ে কৃষকের মাঝে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।ফলে ফসল বিভিন্ন রোগ মুক্ত হওয়ায় লাভবান হচ্ছে কৃষক।বিগত প্রায় একযুগ পর কৃষি সেবা পাচ্ছে মণিরামপুর পৌর এলাকা।জিএম হাফিজুর রহমান দায়িত্বে আসতেই কৃষকদের আগাম সবজি চাষের উপর কৃষকদের বিভিন্ন পরামর্শ সহ সার্বিক সহযোগিতা করছেন।বহু বছর পর পৌর এলাকায় চাষ হচ্ছে আগাম তরমুজ, ফুলকপি,পালন শাক, সহ বিভিন্ন জাতের ২০ টি জাতের সবজি।
মহাদেবপুর,তাহেরপুর,জুড়ানপুর,হাকাবো ওয়ার্ডে এবার চাষ হয়েছে আগাম সবজি।কৃষকরা জানায় আমরা প্রায় ১ যুগ পর কৃষি অফিসার কে দেখলাম।হাকোবা গ্রামের কৃষক মো.পীর আলী গাজি জানায়।আমি আমার জমিতে কাজ করছিলাম হঠাৎ পৌর কৃষি অফিসার আমাকে ডাকেন।আমার ধান খেত দেখে দুইটি ঔষধ স্প্রে করতে বলেন। আমি তার পরামর্শ নিয়ে স্প্রে করি আলহামদুলিল্লাহ ধান রোগ মুক্ত হয়েছে।
তিনি বলেন আমি ধান চাষ কম করি,বেগুন,শসা,খিরায় ডাটা,লালশাক,সবুজ শাক, পুঁইশাক, টমেটো,পিয়াজ,রসুন,আলু,ভুট্টা চাষ বেশী পরিমাণ করা হয়।তিনি আমাকে আগাম সবজি চাষ সম্পর্কে জানায়,আমি তার কথা মতো এবার বিভিন্ন সবজি চাষ করেছি।সিজনাল ফসলের তুলনায় অনেক বেশী মুনাফা পেয়েছি।আমার সহ আমাদের গ্রামের অধিকাংশ জমি পরিদর্শন পূর্বক পরামর্শ ও সার বীজ সরবরাহ করছেন পৌর কৃষি অফিসার জিএম হাফিজুর রহমান ভাই। এবিষয়ে উপ-সহকারী কৃষি অফিসার জিএম হাফিজুর রহমান জানায় আমার চাকরিটা কৃষকের পরামর্শ ও কৃষি বিষয়ে সকল সহযোগিতায় করা।কিভাবে চাষ করলে বেশী ফসল ফলানো যায় এটাই আমাদের স্বপ্ন।কৃষিবিদ মাহমুদা আক্তার উপজেলা কৃষি অফিসারের নির্দেশনা মোতাবেক কৃষকদের মাঝে বিভিন্ন কর্মশালা ও মতবিনিময় করছি।
আগামী দিনে আগাম সবজি সহ বিভিন্ন ফল চাষ হবে পৌর এলাকায়।আমরা শুধু কৃষি জমিতেই না বাড়ির আঙ্গিনায় সবজি চাষ সম্পর্কে পরামর্শ ও সার বীজ সরবরাহ করেছি। এছাড়াও খামারি অ্যাপস” নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) কর্তৃক তৈরি করা হয়েছে।এটি কৃষকদের ফসলের উপযোগিতা, সার সুপারিশ, মাটির গুণাগুণ বিশ্লেষণ এবং আবহাওয়ার পূর্বাভাস জানার মতো তথ্য দিয়ে সহায়তা করে।এই অ্যাপটি কৃষকদের খরচ কমাতে এবং উৎপাদন বাড়াতে সাহায্য করে।আমরা এবার দুইটি জমিতে এই আ্যপস,ব্যবহার করেছি,এতে সার কীটনাশকের খরচ অনেক কম,হয়েছে এবং ফলন ও বেশী হয়েছে।