রিপোর্টারঃ বরিশাল প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীতে বিশারিকাঠী নামক এলাকায় অভিযান চলাকালে একটি ট্রলারে মৎস্য কর্মকর্তাদের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।
উক্ত ঘটনার পরে,সরশী তদন্ত কেন্দ্রের আই সি,মাজহারুল সাহেবের আদেশে,খুব সাহসী এস,আই,হুমায়ন কবীর এবং এস,আই অলি উল্লাহ অভিযান পরিচালনা করে,ঘটনার স্থান থেকে ১১ জনকে আটক করেছে।
আটককৃতরা সবাই আন্দারমানিক ও চন্দ্রমোহন এলাকার বাসিন্দা।আটক ব্যক্তিরা হলেন: সগির হাওলাদার (১৬), মিজান হাওলাদার(২৫),শুভ মাঝি (২৩),মিঠুন মাঝি (২০),সুমন মাঝি (১৯),সাদিম হাওলাদার (২০),শরাফাত হোসেন (৩০),মামুন হাওলাদার (৪০),নাজমুল মিস্ত্রি (২০),রুবেল ডাকুয়া(৩৫)এবং রাসেল মল্লিক (২৮)।
পরে বাকেরগঞ্জ উপজেলার এসিল্যান্ড,জনাব তন্ময় হালদার মোবাইল কোট পরিচালনা করে, ৪ জনকে সাধারণ জরিমানা ধার্য করে, মক্তি দেয়।
তারা হলেন, ১|সুমন মাঝি ২|সাগর হাওলাদার ৩|মিঠুন মাঝি ৪|নাজমুল মিস্ত্রি।বাকি ৭ জনকে ১ মাসের জেল দেন।এলাকাবাসীর চাওয়া এই অভিযান যেন বহাল থাকে।