রিপোর্টারঃ সাইফুল হাসান,গোপালগঞ্জ প্রতিনিধি-বিএনপিকে সুসজ্জিত করতে এ দলে চাঁদাবাজির, দুর্নীতিবাজের জায়গা হবেনা,কোন নেতাকর্মী এর সাথে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,যারা মানুষকে মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে জেল খাটাচ্ছেন,হয়রানি করছেন,মামলা বাণিজ্য,সালিশি বাণিজ্য করছেন,তারা দয়া করে ভালো হয়ে যান,আপনি যদি জেলে থাকেন তাহলে আপনার পরিবার কিভাবে চলবে সেটাও মনে রাখবেন,গাড়ি বহর নিয়ে শোডাউন শেষে বক্তব্য এ মন্তব্য করেছেন গোপালগঞ্জ ১ আসন (কাশিয়ানী-মুকসুদপুর) মনোনয়ন প্রত্যাশী,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।
তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সতর্কতার সাথে নমিনেশন দিবেন দলের পক্ষ থেকে জাকেই নমিনেশন দেয়া হবে তার পক্ষেই কাজ করব, দলের নেতাকর্মিরাও সেই ভাবেই প্রস্তুত রয়েছে।
শনিবার (২০সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত কাশিয়ানী উপজেলায় ১০শতাধিত বাইক ও ২শতাধিক মাইক্রবাস নিয়ে উপজেলার ৭ ইউনিয়নের (জয়নগর-বেশপুর-কাশিয়ানী-ভাটিয়াপাড়া বাজার-ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ড-ধানকুড়া-রাতইল-ঘোনাপাড়া-সাজাইল-পারুলিয়া-সোনাডাংঙ্গা-মাহমুদপুর-সাতাসিয়া-রাজপাঠ) বিভিন্ন সড়ক, বাস স্ট্যান্ড,বাজার,এলাকা প্রদক্ষিণ করে রাজপাঠ ডিগ্রী কলেজ চত্বরে সমাবেত হয়ে বক্তব্য প্রদান করেন।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার,গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সৈয়দ কামরুলজ্জামান টুটুল,মোকসেদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুর ইসলাম লিটু,কাশিয়ানী’র নেতৃত্বে ছিলেন গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান রনি, কাশিয়ানী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো:নাজমুল কাজী,শ্রমিক দলের সদস্য সচিব জাহিদ খান, হাজী মনির,কুদ্দুসুর রহমান,শহিদুল ইসলাম,মানি তালুকদার সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।