রিপোর্টারঃ নড়াইল প্রতিনিধি–১৮ই সেপ্টেম্বর নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয় নড়াইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে পরিচিত হন।পরে সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়কে নড়াইল জেলায় যোগদান করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার মহোদয় বলেন,সাংবাদিক ও আমরা একত্রে কাজ করবো এবং আপনাদের সহযোগিতায় সকলে মিলে নড়াইল জেলাকে অপরাধ মুক্ত করব।আপনারা অগ্রীম তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।আমরা আমাদের যেকোন অর্জন,ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন,অবৈধ মাদকদ্রব্য,অস্ত্রসহ যেকোন উদ্ধার,আসামি গ্রেফতার ইত্যাদি বিষয়ে যথাসময়ে আপনাদের অবগত করবো।
পরিশেষে নড়াইল জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সুপার মহোদয় সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এসময় জনাব মোঃ আশরাফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।