রিপোর্টারঃ নড়াইল প্রতিনিধি-নড়াইলে ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে “প্রযুক্তির যুগে স্বাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক শারমিন আক্তার জাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার মো. নূর ই আলম সিদ্দিকী,জেলা শিক্ষা অফিসার সুলতান মাহমুদ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।