রিপোর্টারঃ বগুড়া প্রতিনিধি-বগুড়া ধুনট উপজেলায় স্কুল পড়ুয়া নাবালিকা ভিকটিমের বয়স (১৩) স্থানীয় দক্ষিন কালেরপাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। আসামী বাদীর ভগ্নিপতি।ঘটনার তারিখে অর্থাৎ গত ইং ১২/০৭/২০২৫ তারিখে বাদীর ছোট বোন নাবালিকা ভিকটিম (১৩) তার বোনের বাড়ীতে অর্থাৎ আসামীর বাড়ীতে বেড়াতে যায়। আসামী কৌশলে ভিকটিমের বড় বোন মোছাঃ বসরা কে ডাক্তার দেখাতে ধুনট পাঠায়।
বাদীর বড় বোন ধুনটে ডাক্তার দেখাতে গেলে বাড়ীতে কেহ না থাকায় আসামী ঘটনার সময় অর্থাৎ বিকাল অনুমানিক ৩ টার সময় রান্না-বান্নার কাজ করাকালে অসৎ প্রকৃতির নারী ও ধর্ষক আসামী মোঃ ইউসুফ আলী যৌন কামনা চরিতার্থ করিবার জন্য নাবালিকা ঘটনাস্থল আসামীর বসত বাড়ীর শয়ন ঘরে ডাকে ধারালো চাকু ভিকটিমের গলায় ধরলে ভিকটিমকে চিৎকার করতে নিষেধ করিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে বিকাল পর্যন্ত একাধিকবার জোরপূর্বক ধর্ষন করে।
অভিযুক্ত আসামী হলেন,মোঃ ইউসুফ আলী (২৫),পিতা মোঃ দিপু প্রাং, সাং-সুলতানহাটা পেচের পাড়া ধুনট-বগুড়া। ধুনট থানার মামলা নং-১০ তারিখ ০৮/০৯/২০২৫ খ্রিঃ ধারা:২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১)।