রিপোর্টারঃ লোহাগড়া প্রতিনিধি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও মামলা-মোকদ্দমার জেরে বিবাদমান দুটি পক্ষের মধ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় প্রতিপক্ষের হামলায় মিজু কাজী (৩৭) নামে একজন গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মশিয়ার শেখ ও ইমরুল মোল্যা সমর্থিত ‘ঠাকুর গ্রুপ’ এবং জলিল শেখ, আব্দুল্লাহ শেখ ও আজম মৃধা সমর্থিত ‘মৃধা গ্রুপ’-এর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, এর জেরে সোমবার সকালে মৃধা গ্রুপের সমর্থিত সোহেল নামে এক যুবক ঠাকুর গ্রুপ সমর্থিত মোশাররফ কাজীর ছেলে মিজু কাজীকে ইজিবাইক থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ আগস্ট এ দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নুর ইসলাম মৃধা ও ইকবাল মৃধা নামের দুই গ্রামবাসী নিহত হন। চাঞ্চল্যকর ওই জোড়া খুনের মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
এর আগে গ্রামে সংঘর্ষের ভয়ে দুই পক্ষের লোকজন ঘরবাড়ি থেকে মালামাল সরিয়ে রেখেছেন বলে জানা গেছে।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, পার মল্লিকপুর গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এলাকার পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।