রিপোর্টারঃ বরিশাল জেলা প্রতিনিধি-বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খান বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।তিনি বিশ্বাস করতেন রাজনীতি হতে হবে হিংসা ও বিদ্বেষমুক্ত।তিনি আরও বলেন জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে এ দেশে উন্নয়নের রাজনৈতিক চর্চা করেছিলেন।বিগত ১৭ বছর আমরা ছিলাম ফ্যাসিবাদের কাছে জিম্মি।এখন সময় এসেছে সুষ্ঠধারার রাজনৈতিক কর্মকাণ্ড করার।
২৯ আগস্ট শুক্রবার মুলাদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এই সভায় সভাপতিত্ব করেন মুলাদী পৌরসভার সাবেক সভাপতি আঃ রব খান।
এ সময় মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান বেলাল,বরিশাল উত্তর জেলা জাসাসের সহ- সভাপতি মোস্তফা কামাল লিটু,সাবেক ছাত্র নেতা আক্তারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।