রিপোর্টারঃ নাটোর প্রতিনিধি-নাটোরের সিংড়ায় আইন শৃঙ্খলার মাসিক মিটিং সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০:৩০ঘটিকার সময় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে আইন শৃঙ্খলার মাসিক মিটিং প্রশাসনিক হল রুমে অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক মিটিংয়ে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।আলোচনা শুরুতেই সিংড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোমিনুজ্জজামান এর সঙ্গে সকলকে পরিচয় করে দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতির উপর গুরুত্ব দিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অন্যদের মুখে শোনেন।বর্তমান আইন শৃঙ্খলার বিভিন্ন দিক বিশেষ করে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় দ্রুত যাতে বন্ধ করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য থানা ইনচার্জ এর প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়াও ইউএনও মহোদয় মিটিংয়ে উপস্থিত সকলের নানাবিধ প্রশ্নের যৌক্তিক উত্তর দেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন,নবাগত থানা ইনচার্জ মোমিনুজ্জজামান, প্রাণী সম্পদ অফিসার তাশরিফুল ইসলাম,সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা,সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম,মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম,আবু সাইদ সহ প্রমুখ।