রিপোর্টারঃ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাট -৪ আসন পূনর্বহালের দাবিতে আজ শনিবার বিকেলে শরনখোলা উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় সর্বদলীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য সাধারন জনগন অংশগ্রহণ করে। মিছিল শেষ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক রফিকুল ইসলাম কবির বলেন,” বাগেরহাটের ৪ নং আসন পুনর্বহাল না করা হলে প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে ঢাকায় যাওয়া হবে দাবী আদায়ের জন্য।
উপজেলা বিএনপি এর সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন,বাগেরহাট-৪ আসন পুনর্বহালের দাবিতে আগামীকাল শরনখোলায় সর্বাত্মক হরতাল ও অবরোধ পালিত হবে।তিনি সকল ব্যবসায়ীদের আগামীকাল দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানান।পাশাপাশি তিনি আরও বলেন,আগামীকাল শরনখোলা থেকে কোন বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেয়া হবে না। এরপরও যদি দাবী মানা না হয় তাহলে শরনখোলার সর্বস্তরের জনগন নিয়ে সিইসি ভবন ঘেরাও করার হুশিয়ারি দেন শরনখোলার বিএনপি এর এই নেতা।